নিউজ ডেস্ক নিউজ লাইন 71 বিডি
অবসর প্রাপ্তদের পাওনা টাকার দাবিতে নগরীর উত্তর পতেঙ্গায় জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচরিং কোম্পানি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের মূল ফটকে অবস্থান কর্মসূচী ও মানববন্ধন করেছে ভুক্তভোগী কর্মকর্তা ও শ্রমিকেরা।
আজ (বুধবার) সকালে কর্মকর্তাদের গাড়ি আটকে পাওনা আদায়ের স্লোগান দেয় শ্রমিকরা। মানববন্ধনে বক্তারা বলেন, এ প্রতিষ্ঠানে কর্মরত ৮০ জন শ্রমিক গত ১৫-২০ বছর ধরে অস্থায়ীভাবে দৈনিক ভিত্তিতে কাজ করে যাচ্ছেন।
কিন্তু কোম্পানি একদিকে যেমন তাদের চাকরি স্থায়ী করছে না, অন্যদিকে গত ৫ বছর ধরে তাদের বেতন বাড়ছে না বলেও অভিযোগ করেন তারা। এছাড়া, স্ট্রোল ক্যাডারদের অবসরের যাওয়ার ২-৩ মাসের মধ্যে সব পাওনা পরিশোধ করা হলেও শ্রমিকদের অবসরের যাওয়ার ৫ বছরেও পাওনা পরিশোধ করেনি কর্তৃপক্ষ।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।