জীবনের নিয়মে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে বাবা মা’কে ছেড়ে সুদূর অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন ছোটপর্দার নন্দিত অভিনেত্রী ইশানা খান। গেলো বছর সাররিফ চৌধুরীর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার পর সেখানেই স্বামীর সঙ্গে সংসারে মনোযোগী হয়ে উঠেছেন তিনি।
তবে সংসার জীবনে মনোযোগী হয়ে উঠলেও মনের গভীর কোণে অভিনয়ের প্রতি ভালোবাসাটা রয়েই গেছে তার। যে কারণে একটি সময় বিরামহীনভাবে কাজ করার রাজধানী ঢাকার শুটিং লোকেশনের দিনগুলোকে খুব ভীষণভাবে মিস করেন তিনি।
মিস করেন এখানকার সহশিল্পী, নির্মাতাদের। সুদূর অস্ট্রেলিয়াতে থাকলেও অভিনয়ের সুযোগ মিললে অভিনয় করবেন ইশানা, এমনটাই গতকাল সিডনি থেকে মুঠোফোনে জানালেন তিনি। দেশ থেকে দূরে আছেন তিনি, কিন্তু তার মানে এই নয় যে অভিনয় থেকে দূরে আছেন।
গেলো বছর ডিসেম্বরেও তিনি লিটু করিমের নির্দেশনায় ধারাবাহিক নাটক ‘মন দরজা’র শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। এটি রচনা করেছিলেন আকিদুল ইসলাম। গেলো ঈদে তিনি অ্যালেন খানের নির্দেশনায় একটি ঈদ ফটোস্যুট’এ অংশ নিয়েছিলেন তিনি।
আবার ইশানা জানান তিনি এবং তার স্বামী সাররফি চৌধুরী আগামী ঈদের জন্যও আরো দুটি ফটোস্যুটে অংশ নেবেন। মূল কথা, দীর্ঘদিন তিনি মিডিয়াতে যেভাবে কাজ করে আসছিলেন সেভাবে অস্ট্রেলিয়ায় থেকে বাংলাদেশের নাটকে অভিনয় করতে না পারলেও অস্ট্রেলিয়ায় যেসব নাটকের শুটিং হবে সেগুলোতে কাজ করার আগ্রহ রয়েছে তার।
তবে সে ক্ষেত্রেও গল্প এবং চরিত্র পছন্দ হলেই শুধু কাজ করবেন তিনি। ইশানা বলেন, ‘সিডনিতে আমি আমার সংসারটা গুছানোর চেষ্টা করছি। নতুন জীবন শুরুই হলো আমার গেলো বছর। এই মুহূর্তে আমার কাছে সংসারের গুরুত্বটা সবচেয়ে বেশি।