নিউজ ডেস্ক নিউজ লাইন 71 বিডি
পদ্মায় ধরা পড়ছে একের পর এক বিশাল আকৃতির মাছ। কেবল সোমবারেই (৬ জুলাই) রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীর অংশে জেলেদের ধরা পড়ে ২৮ কেজি ওজনের একটি কাতল ও ২০ কেজি ওজনের এক পাঙাশ। এর আগে ভোরে ধরা পড়ে ২৮ কেজি ওজনের আরও একটি পাঙাশ মাছ।
সকালে ধরা পড়া কাতল ও পাঙাশ মাছটি ৭৬ হাজার ৪শ টাকায় বিক্রি করা হয়েছে। সোমবার সকালে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. সাজাহান সম্রাট দুই জেলের কাছ থেকে ওই মাছ দুটি কিনে গাজীপুরের দুই ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন। এছাড়া আগে ধরা পড়া ২৮ কেজি ওজনের পাঙাশটি ৩৮ হাজার টাকায় কেনেন দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।