প্রতি ব্যাগ রক্ত যোগাড় করতে থ্যালাসেমিয়া রোগীসহ অন্যান্য রোগীদের অভিভাবকদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। রক্ত না দিতে পারলে থ্যালাসেমিয়া রোগীদের বাঁচানো সম্ভব নয়। কোনো থ্যালাসেমিয়া রোগীর মাসে এক ব্যাগ, কোনো রোগীর দুই ব্যাগ এমনকি তিন ব্যাগ রক্তেরও প্রয়োজন হয়। এসব রোগী ও তাদের অভিভাবকরা করোনা মহামারির পাশাপাশি রক্তের চিন্তায় বিভোর হয়ে আছেন। রক্ত ছাড়া কোনো মানুষের জীবন কল্পনাও করা যায় না। কিন্তু, মানবদেহের এই অত্যাবশ্যকীয় উপাদানটির কোনো বিকল্প তৈরি করা সম্ভব হয়নি। মুমূর্ষু রোগীকে বাঁচাতে প্রায়ই জরুরিভিত্তিতে রক্ত দেওয়ার প্রয়োজন হয়। শুধু থ্যালাসেমিয়া রোগী নয়, কারো অতিরিক্ত রক্তক্ষরণ, দুর্ঘটনায় আহত, সন্তান প্রসব, অ্যানিমিয়া, হিমোফিলিয়া, অস্ত্রোপচার, রক্তবমি বা পায়খানার সঙ্গে রক্ত গেলেও রোগীর শরীরে রক্ত সঞ্চালনের প্রয়োজন পড়ে। অসুস্থতা, আহত, সিজার রোগীদের প্রতিনিয়ত ব্লাড দরকার হয়। বর্তমানে যুগের এ চাহিদা মেটাতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তরুন ও যুবকরা এগিয়ে আসছে। আগামীর ভবিষ্যৎ কর্ণধার আজকের তরুন সমাজ। নতুন ব্লাড নির্ণয় এর মাধ্যমে মানবতার জন্য আগামীতে তৈরি আরো হোক শত শত তরুন। এ প্রত্যাশার আগামীকাল বুধবার সকাল ১০ টায় মডেল প্রেসক্লাব এর আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হবে। সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত কর্মসূচি চলবে। আগ্রহীদের যথাসময়ে মডেল প্রেসক্লাব ( বালুয়া বাসুয়া রোড, পল্লী বিদ্যুৎ এর পশ্চিমে) এর সামনে আসার জন্য অনুরোধ করা হলো। বিঃদ্রঃ ১৮ থেকে ৬০ বছরের যে কোনো সুস্থ আগ্রহী মানুষ আসতে পারবেন রক্তদাতা হিসেবে। এস.এম. রাজু আহমেদ সভাপতি সিংড়া মডেল প্রেসক্লাব, সিংড়া, নাটোর।