রিয়াল মাদ্রিদের অনেক সাফল্যের সাক্ষী হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়েও গোল করতে উজ্জীবিত করতেন তিনি। তাই তো রিয়াল ছাড়ার পরও রোনালদোকে মিস করেন তাঁর সতীর্থরা। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন রোনালদোর রিয়াল সতীর্থ মিডফিল্ডার লুকা মদ্রিচ।
দীর্ঘ ৯ বছর পর রিয়ালের সঙ্গে সম্পর্কের ইতি টানেন রোনালদো। এই সময়ে দলটির হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগাসহ অসংখ্য শিরোপা জেতেন পর্তুগিজ তারকা। শেষ ২০১৮ সালে ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে যোগ দেন তুরিনের ক্লাব জুভেন্টাসে। রোনালদোর চলে যাওয়ার পর থেকে বিভিন্ন প্রতিযোগিতায় খুব একটা ভালো অবস্থায় নেই জিনেদিন জিদানের দল।
সম্প্রতি গাজ্জেত্তা দেল্লো স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে এক সময়ের রোনালদোর প্রশংসা করে ক্রোয়াট তারকা লুকা মদ্রিচ বলেন, ‘রোনালদো সর্বকালের সেরাদের একজন। আমরা তার গোল ও প্রেরণাদায়ী মনোভাবের অভাব এখনো অনুভব করি। রোনালদো সব সময় জিততে চায়। সে আমাদের অনুপ্রাণিত করত এবং সেরাটা বের করে আনত।’
এ ছাড়া একজন মানুষ হিসেবে রোনালদোকে দশে দশ দেবেন মদ্রিচ। তাঁর কথায়, ‘একজন মানুষ হিসেবে সে দশে দশ। বড় হৃদয়ের এবং প্রয়োজনের সময় সবাইকে সহযোগিতা করতে সে সব সময় প্রস্তুত।’
এ সময় নিজের ভবিষ্যৎ ভাবনা নিয়েও জানান মদ্রিচ, ‘আরো দুই বছর বা তারও বেশি সময় সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারব বলে আমার বিশ্বাস। এরপর দেখব, পরিস্থিতি কী দাঁড়ায়। আমি রিয়ালে ক্যারিয়ারের ইতি টানতে চাই, কিন্তু এটা নির্ভর করছে ক্লাবের ওপর।’