নিউজ ডেস্ক নিউজ লাইন 71 বিডি
দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা চুরি চক্রের মূলহোতা ও সহযোগীকে আটক করেছে চট্টগ্রাম ডবলমুরিং মডেল থানা পুলিশ।
আজ (বুধবার) দুপুরে সংবাদ সম্মেলনে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পশ্চিমের উপ-পুলিশ কমিশনার ফারুক উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল নগরীর আগ্রাবাদ মিডল্যান্ড ব্যাংকের সামনে থেকে ওই চক্রের মূলহোতা শরিফুল ইসলাম ও তার সহযোগী মহিউদ্দিন মনিরকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে এটিএম ডেবিড ও ক্রেডিট কার্ড ক্লোনিং মেশিন, ক্লোন করার অসংখ্য এটিএম কার্ড, একটি দেশীয় তৈরি এলজিসহ চুরির নানা সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে দু’টি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।