টানা ১১ দিন চিকিৎসাসেবা নেয়ার পর করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম।
হাসপাতালে করোনাভাইরাসের বিরুদ্ধে ১১ দিনের লড়াই শেষে গত ৯ জুন বিকেলে কলাবাগানের বাসায় ফিরেছেন ৭৪ বছর বয়সী এ সুরকার। করোনাভাইরাস শনাক্ত হলে গত ৩০ মে থেকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
এর আগে ২৬ মে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে এ শিল্পীকে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ মে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে করোনা টেস্টের নমুনা সংগ্রহ করার পর বাসায় ফিরে যান এ শিল্পী। ফলাফল পজিটিভ জানার পর কুর্মিটোলা হাসপাতালে ৩০ মে ভর্তি করা হয়।
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদ জানান, পরপর দুবার নমুনা পরীক্ষায় নেগেটিভ আসায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।
তিনি আরও জানান, সুজেয় শ্যাম এখন ভাইরাসমুক্ত। তার শারীরিক অবস্থা বেশ ভালো। সুস্থ হওয়ার পরও নিয়ম অনুযায়ী বাসায় তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
সুজেয় শ্যাম বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বুঝেছি, মানুষ আমাকে কতটা ভালোবাসে। সবার দোয়া আর ভালোবাসায় আমি ভাইরাস মু্ক্ত হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন। সবার প্রতি আমি আজীবন ঋণী থাকব।
১৯৪৬ সালে সিলেটে জন্ম নেয়া সুজেয় শ্যামকে সংগীতে অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদক দেয়া হয়। তার আগে ২০১৫ সালে শিল্পকলা পদক পান তিনি।
১৯৬৪ সালে তৎকালীন পূর্ব-পাকিস্তান চট্টগ্রাম বেতারে গিটার বাদক ও শিশুতোষ গানের পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন সুজেয় শ্যাম।
১৯৬৯ সালে চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন। ঢাকাই চলচ্চিত্র সংগীতে অবদানের জন্য তিনবার শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।