সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ নিউজ লাইন ৭১বিডি: ১৬ জুন ২০২০, সিরাজগঞ্জের এনায়েতপুর থানা এলাকায় করোনায় প্রবীণ শিক্ষক মোঃ আবদুর রশিদ বিএসসি (৭২) মারা গেছেন। তিনি এনায়েতপুর থানার খুকনী মণ্ডলপাড়া মহল্লার বাসিন্দা ও খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। সোমবার রাতে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে তাকে ঢাকায় দাফন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজী ফিরোজ হাসান অনিক এই সংবাদ প্রতিনিধীকে জানান, গত ১১ জুন আবদুর রশিদ বিএসসির করোনা শনাক্ত হয়। পরে তাকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে ঢাকায় দাফন করা হয়েছে। সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন#