নিউজ ডেস্ক নিউজ লাইন 71 বিডি
করোনাভাইরাস প্রতিরোধে সংক্রমণের হার বিবেচনায় চট্টগ্রামের ১০ এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। তার একটি উত্তর কাট্টলী ওয়ার্ড। ১৬ জুন মধ্যরাত থেকে এ ওয়ার্ডে লকডাউন কার্যকর করেছে প্রশাসন।
শুরুতে কিছুটা বিশৃঙ্খল থাকলেও এখন পরিস্হিতি অনেকটা নিয়ন্ত্রণে বলে জানালেন এলাকার কাউন্সিলর নিকার আহমেদ।
তিনি জানান, প্রতিদিন এলাকায় বিভিন্ন জায়গায় স্বল্প আয়ের মানুষের মাঝে রান্না করা খাবারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
সেইসাথে এলাকায় লোকজনের জরুরি চিকিৎসা সেবার জন্য তিনটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে। নমুনা পরীক্ষা করার জন্য একটি বুথও রয়েছে। গতকাল পর্যন্ত এ এলাকায় ১৩৫ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা পজেটিভ আসে।