নিউজ ডেস্ক নিউজ লাইন ৭১ বিডি
করোনায় বিপর্যস্ততার মধ্যেও থেমে নেই যুদ্ধের ডামাডোল। দিন দিন আমেরিকা-চীনের মধ্যে বেড়েই চলেছে ঠান্ডা যুদ্ধের উত্তাপ। বেইজিংকে হুঁশিয়ারি দিয়ে বুধবার (৮ জুলাই) হোয়াইট হাউসের প্রেস সচিব কেইলি ম্যাকইন্যানি বলেন, ‘চীনের বিরুদ্ধে আরো কিছু পদক্ষেপ করার কথা ভাবছে আমেরিকা।’ যদিও কী সেই পদক্ষেপ তা বলেননি তিনি।
প্রেস সচিব কেইলি ম্যাকইন্যানি বলেন, আমরা চীনের বিরুদ্ধে কী পদক্ষেপ করতে চলেছি তা প্রেসিডেন্টের আগে আমি ঘোষণা করব না। কিন্তু আপনারা কয়েকদিনের মধ্যেই চীনের বিরুদ্ধে নেওয়া কিছু কড়া ব্যবস্থার কথা জানতে পারবেন। এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন।
আরও পড়ুন : চীনে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে যা হচ্ছে তা ‘গণহত্যা’
চীনের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েনও। তার দাবি, চীনের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে রুখে দাঁড়িয়েছেন, এর আগে অন্য কোনো প্রেসিডেন্ট তা করেননি। ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি আমেরিকার বাণিজ্য ঘাটতি কমাতে চীনের ওপর বিশাল শুল্ক চাপিয়েছেন।
ওয়াশিংটনের কঠোর মনোভাবের আঁচ পেয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলানোর চেষ্টা শুরু করেছে বেইজিং। বৃহস্পতিবার (৯ জুলাই) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, চীনের মার্কিন নীতিতে কোনো পরিবর্তন হয়নি। আমরা এখনো চীন-মার্কিন সম্পর্কের উন্নতি চাই।