পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ডিজিটাল হাট থেকে এক লাখ টাকায় একটি গরু কিনে ‘মানবসেবা.কম’-এ দান করেছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক)। সংগঠনটি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) একটি মানবিক উদ্যোগ। শনিবার (১১ জুলাই) হাট উদ্বোধনের পরই গরুটি দান করেন তিনি।
এ সময় পলক বলেন, দেশের করোনা পরিস্থিতির শুরু থেকেই গরিব অসহায়, কর্মহীন মানুষের মুখে খাবার তুলে দিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মানবসেবা নামের প্রতিষ্ঠানটি।
প্রতিমন্ত্রী কোরবানির পশুর চামড়া ‘মানবসেবা.কম এই জনহিতৈষী কর্মকাণ্ডে উৎসর্গ করার জন্য দেশের মানুষকে আহ্বান জানান ।
উল্লেখ্য, ডিজিটাল হাটে দারাজ, সাদেক-এগ্রো, এক শপ-ফুড ফর নেশন, সবজিবাজার.কম লিমিটেড, আজকের ডিল.কমসহ বিভিন্ন অনলাইন প্লাটফর্ম থেকে গরু কিনতে পারবেন ক্রেতারা।