আজ ৪ই সেপ্টেম্বর শুক্রবার বাদ মাগরিব জাতীয় শ্রমিক লীগ, নাচোল কার্যালয়ে পৌরসভার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমামদের নিয়ে মতবিনিময় সভা করলেন নাচোল পৌরসভার মেয়র প্রার্থী রয়েল বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন নাচোল পৌরসভার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম ও শিক্ষকবৃন্দ। আলোচনায় নাচোল পৌরসভার বিভিন্ন সমস্যা ও সংকটের কথা তুলে ধরা হয়।
মেয়র প্রার্থী ও নাচোল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস বলেন, আপনাদের সহযোগিতা ও দোয়া থাকলে আগামীতে একটি পরিচ্ছন্ন ও পরিপাটি পৌরসভা উপহার দিতে পারবো। এই আলোচনার মধ্য দিয়েই তিনি আগামী পৌর নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। পরে আলোচনা শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।