সারাদেশে ৫০ লক্ষ গরিব-শ্রমজীবী পরিবারের জন্য নগদ ২,৫০০/= টাকা করে প্রদান সংক্রান্ত মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজটি নি:সন্দেহে ভাল (যদিও তা অপ্রতুল অত্যাবশ্যকীয় চাহিদার তুলনায়)।
জানার বিষয় হলো, ঐ টাকা পাওয়ার উপযুক্ত ব্যক্তি বা পরিবার বাছাই করা হয় বা হচ্ছে কিভাবে এবং এ ব্যাপারে বিভিন্ন সংগঠনের মতামত বা পরামর্শ বা প্রস্তাব প্রদানের সুযোগ আছে কিনা?
জানি না, নাটোরে কোথায় কোথায় ঐ টাকা পাওয়ার মতো উপযুক্ত কতগুলো পরিবার যথাযথভাবে মোট কত টাকা পেয়েছে? তবে ধরে নেয়া যায় যে, নাটোরে ঐ টাকার সঠিক বন্টন হয়েছে।
তারপরও যেহেতু ঐ টাকা বন্টনে কিছু কিছু জায়গায় চাঞ্চল্যকর দুর্নীতির খবর ইতোমধ্যে দেশবাসী জেনেছে, সেহেতু যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি শ্বেতপত্র আকারে বা মাননীয় জেলা প্রশাসক, নাটোর মহোদয় যেভাবে ‘করোনা’কালে তাঁর বিভিন্ন কার্যক্রমের তথ্যভিত্তিক খবর স্বচ্ছভাবে ফেসবুকে নিজেই সবাইকে জানিয়ে দেন, সেভাবেই ঐ ২,৫০০/= টাকা বন্টন সংক্রান্ত খবর সবার জানার অধিকার কার্যকর সুরক্ষার স্বার্থে জানানো যায় নাকি? -লেেখকনাটোরের বিশিষ্ট আইনজীবী ও সাংস্কৃতিক সংংগঠক সুখময় রায় বিপলুর টাইমলাইন থেকে নেয়া