নিউজ ডেস্ক নিউজ লাইন 71 বিডি
চট্টগ্রামের বায়েজিদ এলাকায় পাহাড়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন।
আজ (বুধবার) সকালে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের সমন্বিত টিম এ অভিযান শুরু করে। জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট’র নেতৃত্বে অভিযানের প্রথম দিনে বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিচালক নুরুল্লাহ নুরী বলেন, বর্ষা মৌসুমে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে এবং পরিবেশ রক্ষায় পাহাড়কে বাঁচাতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামী একমাস এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।