করোনা মহামারীর কারণে এবার বাংলাদেশ থেকে কেউ হজে অংশ নিতে না পারলেও নিবন্ধিতরা চাইলেই টাকা ফেরত দেয়া হবে। জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম। এজেন্সিগুলো বলছে, মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলেই টাকা ফেরত দেয়া হবে। সেক্ষেত্রে নিবন্ধন বাতিল হয়ে যাবে এবং আবার হজে যেতে আরো দু’বছর অপেক্ষায় থাকতে হবে।
করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই হজ আয়োজন নিয়ে ছিলো অনিশ্চয়তা। ধর্ম মন্ত্রণালয় থেকে বার বার আশ্বাস দেয়া হয়, হজ না হলেও ফেরত মিলবে টাকা। সে টাকায় চাইলে আগামী বছরও হজে যাওয়া যাবে।
সৌদি সরকারের সিদ্ধান্তু অনুযায়ী এবার অন্য দেশ থেকে কেউ হজ করতে পারবেন না। তবে টাকা ফেরত পেতে কোন জটিলতা হবেনা জানিয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিব জানান, দু’এক দিনের মধ্যেই এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। তবে কিভাবে ও কতদিনে টাকা মিলবে সে বিষয়টি স্পষ্ট করেননি তিনি।