টেকনিক্যাল এন্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর হিসেবে আবারো পল স্মলিকে ফেরাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টেকনিক্যাল কমিটির সভাশেষে এমন সিদ্ধান্তে পৌঁছেছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। দুই বছরের জন্য স্মলিকে নেয়া হতে পারে। এছাড়াও সভায় তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়নের জন্য পাইলট প্রকল্প হিসেবে দেশের চারটি জোনে ফুটবলারদের প্রশিক্ষণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিবন্ধী ফুটবলারদের জন্য থাকবে বিশেষ অনুশীলন ক্যাম্পে।
অনুশীলনে নারী ফুটবলারদের সগে ঙ্পল স্মলি। এ দৃশ্য আবারো দেখা যাবে তা হয়ত ভাবেননি অনেকেই। কিন্তু দেশের ফুটবলকে এগিয়ে নিতেই আবারো সে স্মলিতেই ফেরার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।
২০১৬ সালের জুনে বাংলাদেশে এসেছিলেন পল। তিনি আসার পর বদলে যায় দেশের নারী ফুটবল। পরপর দু’বার এএফসি অনূর্ধ্ব ১৬ ফুটবলের সেরা সাতে জায়গা করে নেয় বাংলার নারীরা। চ্যাম্পিয়ন হয় অনূর্ধ্ব ১৫ ও অনূর্ধ্ব ১৮ সাফ চ্যাম্পিয়নশিপে। টেকনিক্যাল সাইডে তার দক্ষতার কারণেই এগিয়েছে দেশের বয়সভিত্তিক দলগুলো।
নানা জটিলতায় গেল বছর স্মলির চলে যাওয়ার পর তার শূন্যতা পূরণে চেষ্টা করেও খুব একটা সফল হয়নি বাফুফে। তাই আবারো তাকে ফেরানোর প্রস্তাব করা হয়েছে টেকনিক্যাল কমিটির সভায়। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তা বাফুফের কার্যনির্বাহী কমিটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল। এছাড়াও এএফসি এ কোচিং কনভেনশন এর আওতায় দেশের সব কোচকে তাদের সার্টিফিকেট নবায়নের সুযোগ দেয়ার সিদ্ধান্তও এসেছে সভায়।