নিজস্ব প্রতিনিধি নিউজ লাইন 71 বিডি
গুরুদাসপুর পৌরসভার মাননীয় মেয়র জননেতা মোঃ শাহনেওয়াজ আলীর নির্দেশনায় গুরুদাসপুর পৌরসভার বিভিন্ন পথে প্রান্তরে তিনশতাধিক মাক্সবিহীন মানুষের মাঝে স্যার্জিক্যাল মাক্স বিতরন করলেন গুরুদাসপুর পৌর মেয়রের ব্যাক্তিগত সহকারী মোঃ রাশিদুল ইসলাম(রাসু)।
সাথে ছিলেন জোহা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রাহী সরকার।
মাক্স বিতরণের সময় মোঃ রাশিদুল ইসলাম(রাসু) বলেন সবাইকে অনুরোধ করোনা প্রতিরোধে নিজে সচেতন থাকুন,অন্যেকে সচেতনায় উদ্ভুত্ত করুন।
তিনি সে সময় নিউজ লাইন 71 বিডি প্রতিনিধিকে জানান: যে । সবাই আমার জন্য দোয়া করবেন । সার্বক্ষণিক সর্বশ্রেণীর মানুষের পাশে ছিলাম অাছি থাকবো অামৃত্য পর্যন্ত
ইনশাআল্লাহ্। এই বলে প্রতিশ্রুতি দেন।