ফেসবুক তো কোটিকোটি মানুষ চালায় আমার যদি কোন লেখা লেখি করি সেটাও অনেক মানুষ দেখে এবং পড়ে।
সেই জন্য যে কোন লেখার মাঝে ভদ্রতা থাকা উচিত অামি মনে করি।
রাজনীতিতে একজন একদল করতে পারে অার একজন অার একদল করতে পারে। একজন একগ্রুপ করতে পারে আর একজন আর একগ্রুপ করতে পারে। যার কাছে যে নেতা প্রিয় সে নেতার পক্ষে লিখতে পারে সেটা ঠিক আছে।
তবে যদি কেউ কারো বিপক্ষে লিখে সেটা যুক্তিসংগত দিয়ে লেখা উচিত এবং খারাপ ভাষা ব্যাবহার না করে ভদ্রতার সাথে লেখা উচিত। ভদ্রতার সাথেও কিন্তু তর্ক করা যায় । মনে রাখবেন আপনার একটি লেখা কিন্তু অনেক মানুষ পড়ে ? সেইজন্য নিজেকে ভদ্রতার পরিচয় দিতে অাপনার লেখা টুকু তখন কিন্তু যথেষ্ট।
আর বড়নেতাদের উদ্দেশ্যে কিছু কথা আপনার কর্মী যখন আপনাকে খুশি রাখতে বিপক্ষ নেতার বিরুদ্ধে খারাপ লেখা লেখি করে তখন আপনার সুষ্ঠু বিচার করা উচিত এবং আপনার ঐ কর্মীকে সুন্দর ভাবে বুঝানো উচিত ভদ্র ভাবে লেখা লেখি করার জন্য ও ভদ্র আচারন শেখার জন্য। আপনি যদি তাকে প্রশ্রয় দেন। তবে সে কর্মী যদি কোনদিন আপনার বিপক্ষে যায় সেদিনও আপনার সাথেও খারাপ আচারন করবে গ্যারান্টি । মানুষ মানুষের ভালো ব্যাবহারটা মন থেকে মেনে নেয়। খারাপ ব্যাবহারে কষ্ট পায়।। এইজন্য সবারই উচিত সবার সাথে ভালো আচারন করে চলা । সর্ব পরি একটা কথা ব্যবহারের ব্যক্তিত্বের পরিচয় মেলে। ধন্যবাদ।