রাজশাহীর চারঘাটে ইয়াবাসহ মোঃ মোক্তার আলী (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আজ দুপুর সাড়ে ৩ টার দিকে চারঘাট থানাধীন বড়বাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ৫৭৪ পিস ইয়াবা জব্দ করে র্যাব। আটককৃত মাদক ব্যবসায়ী চারঘাট থানাধীন বড়বাড়ীয়া গ্রামের মোঃ মাজহার আলীর ছেলে।
র্যাব জানায়, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।