নিউজ ডেস্ক নিউজ লাইন 71 বিডি
এক সময়ের দাপুটে অভিনেতা জনপ্রিয় খলনায়ক ওয়াসিমুল বারী রাজীবের মা হাজেরা খাতুন মারা গেছেন (ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ সকাল সাড়ে ১১টার দিকে বরিশালের দুমকি উপজেলায় নিজ বাড়িতে তিনি মারা যান।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আগে থেকেই উনার অসুস্থতার কথা জানতাম। আজ সকাল সাড়ে ১১টার দিকে খবর পেয়েছি আমাদের শক্তিমান অভিনেতা ওয়াসিমুল বারী রাজীব চাচার মা হাজেরা খাতুন মারা গেছেন। তিনি আমার দাদি।’
জায়েদ খান বলেন, ‘দাদির বয়স হয়েছিল অনেক, ১২০ বছর। তবে তিনি সুস্থ ছিলেন, বার্ধক্যজনিত রোগ ছাড়া অন্য কোনো রোগ ছিল না তাঁর। বার্ধক্যজনিত কারণেই তিনি মারা গেছেন।’
জায়েদ খান আরো বলেন, ‘আজ বাদ আসর বরিশালের দুমকির পারবারিক কবরস্থানে তাঁর দাফন হওয়ার কথা। এর আগে স্থানীয় মসজিদে জানাজা হবে। আপনারা সবাই দাদির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।’
চার শতাধিক বাংলা চলচিত্রে অভিনয় করেন বরেণ্য অভিনেতা ওয়াসিমুল বারী রাজীব। প্রায় সব ধরনের চরিত্রে অভিনয় করলেও খল অভিনেতা হিসেবে তিনি ছিলেন অধিক জনপ্রিয়। ২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যানসারে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ঢাকার উত্তরার ৪ নম্বর সেক্টরে সিটি করপোরেশনের কবরস্থানে তিনি অন্তিম শয়ানে। ১৯৮২ সালে কাজী হায়াতের ‘খোকন সোনা’ নামের সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় রাজীবের। জীবদ্দশায় চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।