বিশ্ব-ব্যাংকের অর্থায়নে জলবায়ুর ট্রাস্ট প্রকল্পের আওতায় ৩ কোটি টাকা ব্যয়ে রামগঞ্জ পৌরসভাব্যাপী ৩ শত গভীর নলকূপ স্থাপন কাজের শুভ উদ্বোধন করেছেন রামগঞ্জ পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী। সোমবার পৌরসভাস্থ ৭নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামের মোঃ সফিকুল ইসলামের বাড়িতে নিজ হাতে বোরিংয়ের মাটি কেটে আনুষ্ঠানিক ভাবে ওই কাজের উদ্বোধন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হান্নান বাবু, পৌর সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন, পৌর প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাকির হোসেন হেলাল, ঠিকাদার মোঃ আক্তার হোসেন, আওয়ামীলীগ নেতা আবুল হোসেনসহ অনেকে। পৌরসভা সূত্র জানায়, পৌরসভার হতদরিদ্র জনগোষ্ঠির মাঝে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করণে মেয়র আবুল খায়ের পাটোয়ারীর আন্তরিক প্রচেষ্টায় বিশ্ব-ব্যাংকের জলবায়ু ট্রাস্ট প্রকল্প রামগঞ্জ পৌরসভার অনুকূলে ওই ৩ শত গভীর নলকূপ বরাদ্দ প্রদান করে। এব্যাপারে মেয়র আবুল খায়ের পাটোয়ারী জানান- নলকূপ গুলো স্থাপন প্রক্রিয়া সম্পন্ন হলে রামগঞ্জ পৌরসভাব্যাপী সুপেয় পানির অভাব দূরীভূত হবে। পরে উদ্বোধনকৃত প্রকল্পের কাজ সুষ্ঠভাবে সম্পাদনের নিমিত্তে মহান রাব্বুল আলামিনের নিকট দোয়া প্রার্থনা করা হয়।