নিউজ ডেস্ক নিউজ লাইন 71 বিডি
সারাবিশ্বে চলমান করোনা পরিস্থিতিতে ঋণগ্রহীতাদের জন্য নতুন করে বিশেষ সুবিধার সময় বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ অনুযায়ী আগামী সেপ্টেম্বর পর্যন্ত কোনো ঋণগ্রহীতা ঋণ শোধ না করলেও খেলাপি করা যাবে না। এ সুবিধা আগে জুন পর্যন্ত ছিল।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, সেপ্টেম্বর পর্যন্ত কোনো ঋণগ্রহীতা ঋণ শোধ না করলেও ঋণের শ্রেণিমানে কোনো পরিবর্তন আনা যাবে না।
সোমবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ ‘ঋণ শ্রেণিকরণ’ সংক্রান্ত সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকে পাঠিয়েছে।