নিউজ ডেস্ক নিউজ লাইন 71 বিডি
চট্টগ্রাম নগরীর সিআরবিতে মালেকা বেগম হত্যার সাথে জড়িত দুই আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে আসামিরা এ হত্যাকাণ্ড চালায় বলে জানায় পুলিশ।
আজ (বৃহস্পতিবার) দুপুরে, নিজ কার্যালয়ে ব্রিফিং-এ এসব তথ্য জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন দক্ষিণের পুলিশের উপ-কমিশনার এস এম মেহেদী হাসান। গ্রেফতারকৃতরা হলো- মো. রুবেল প্রকাশ, সুমন এবং মাইকেল বড়ুয়া।
এদের মধ্যে রুবেল ও সুমন হত্যায় সরাসরি জড়িত এবং মাইকেলকে মালেকা বেগমের ব্যবহৃত মোবাইল কেনার দায়ে গ্রেফতার করা হয়। এর আগে গত মঙ্গলবার সিআরবি এলাকার একটি পরিত্যক্ত বাংলো থেকে মালেকা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।