মারুফ আল আমিন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সদর উপজেলার সায়দাবাদে চালভর্তি ট্রাক থেকে ৪০১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ী বগুড়ার গাবতলী উপজেলার তিন্নিরহাট কালাইহাট গ্রামের মৃতঃ বদিউরজ্জামানের ছেলে জাহিদুল ইসলাম (৩৬)। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম, এম, এইচ ইমরান এ তথ্য নিশ্চিত করে জানান মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি অভিযানিক দল সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সায়দাবাদ পূর্নবাসন এলাকায় মহাসড়কের উপর মাদক বিরোধী অভিযান চালিয়ে দিনাজপুর হতে ঢাকার উদ্দ্যেশ্যে ছেড়ে আসা চালভর্তি ট্রাকে ফেন্সিডিলের বড় চালান নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সায়দাবাদ পূর্নবাসন এলাকায় রাজশাহী-ঢাকা হাইওয়ে মহাসড়কের উপর অস্থায়ী চেক পোষ্ট স্থাপন করে ঢাকার অভিমুখে ছেড়ে আসা চালভর্তি ওই ট্রাকে তল্লাশী চালিয়ে ৪০১ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় মাদক কাজে ব্যবহৃত ২ টি মোবাইল, ৪ টি সীম, ও নগদ ১হাজার ৪০০টাকা চালভর্তি ট্রাকটি জব্দ করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।