বিনোদন ডেস্ক:
করোনার মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে অনেকেই বিয়ে করেছেন। সবশেষে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার বাগদানের খবর প্রকাশ হয়। এবার প্রকাশ হলো ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর বিয়ের খবর। ঢাকঢোল পিটিয়ে বিয়ে না করলেও তিনি নাকি চুপিসারে বিয়ে করেছেন! নববধূকে ঘরেও তুলেছেন! বাপ্পির ঘনিষ্ঠ একটি সূত্র সময় সংবাদকে এ তথ্য জানিয়েছে।
নববধূর নাম জানা না গেলেও জানা গেছে, স্ত্রীকে ঘরে তুলে তার হাতের রান্না খেয়ে মুগ্ধ বাপ্পি।
স্ত্রীকে ভালোবেসে ডাকেন ‘তুষার কন্যা’ বলে। বিয়ের বিষয়ে জানতে বাপ্পির সাথে যোগাযোগ করলেও তিনি এ বিষয়ে মুখ খোলেননি।
দীর্ঘ দিন প্রেম করার পর সেই প্রেমিকাকে বিয়ে করেছেন বাপ্পি। বিয়ের আগে রাজধানীর হাতিরঝিলসহ বিভিন্ন স্থানে প্রেমিকাকে নিয়ে ঘুরতে দেখা গেছে তাকে। তখন সময় জানতে চাইলে হেসে উড়িয়ে দিতেন তিনি।
সূত্র জানায়, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মধুচন্দ্রিমায় যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি।
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এক নায়িকার সঙ্গে বাপ্পির প্রেম ও বিয়ের গুঞ্জন উঠেছিল।
চিত্রনায়ক বাপ্পি অভিনীত বেশকিছু সিনেমা বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে।