নিউজ ডেস্ক নিউজ লাইন 71 বিডি
লালমনিরহাটে এবার স্ত্রী কতৃক নির্যাতনের অভিযোগ আনলেন এক স্বামী। ঘটনাটি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার। লালমনিরহাটের ওই উজেলার গড্ডিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের আহমেদ শরিফ নামের এক কাপড় ব্যাবসায়ী গত ১৪ জুন এমন অভিযোগ করে স্ত্রীর রোকেয়া বেগম মায়ার বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মামলা দায়ের করেছেন।
শুধু তাই নয়, ছেলে আহসান হাব্বি মোজাহিদ, মেয়ে আসমাইন হুসনা সোনিয়া, শ্যালক আব্দুস ছালাম রোকন ও ভায়রা কোরবান আলীর বিরুদ্ধে একই অন্যায় আচরণের অভিযোগ আনেন আহমেদ শরিফ থানায় দেয়া এজাহারে।মামলার এজাহারে আহমেদ শরিফ আরও উল্ল্যেখ করেন, সবাই মিলে তার নামে যে জমি রয়েছে তা দীর্ঘদিন থেকে কবলা করে দেয়ার জন্য চাপ দিয়ে আসছিল তারা। জমি কবলা না পাওয়ায় তাকে সবাই মিলে বিভিন্নভাবে নির্যাতন করতো। এমন অন্যায় আচরণের কারণে গত ৫ মে আহমেদ শরিফ তার স্ত্রীকে তালাক প্রদান করেন।